অস্তিত্বের প্রশ্নে?
মস্তিষ্কের সূক্ষ্ম কোষ গুলোতে
প্রচন্ড তোলপাড় অনুভব করছি
বুক ফেটে কান্নাজুরে চিৎকার করে বলতে ইচ্ছে হয়
ধর্ষিতা জন্মভূমি মাগো
তুমি লজ্জার বালাই ধুয়ে নিলে একাত্তরের রক্ত গঙ্গায়!
পাত ফোড়ালে ভাতের রাজ্যে
হাভাতের দল রক্ত খায়
তুমি খাও প্রেতাত্মার স্খলিত বীর্য
কালের বিবর্তনেই মানুষের রক্তে জাগে আদিম নেশা
সন্ত্রাসবাদ আর কায়েমি শাসনের যাঁতাকলে পিষ্ট হয় তৃতীয় বিশ্বের মানবতা।
এই সভ্যতাকে আমি চিরস্থায়ী হতে দেব না
আধুনিক সভ্যতার নামে পৃথিবীকে ধ্বংসকারীদের গলাটিপে হত্যা করে আমি জন্মদেবো নতুন পৃথিবীর
কারন পৃথিবীর অনেক দিন বেঁচে থাকা প্রয়োজন।।
No comments:
Post a Comment